spot_img

ইরানের সাথে সংলাপে বসার অনুরোধ কাতারের

অবশ্যই পরুন

উপসাগরীয় দেশগুলোর সাথে ইরানের সম্পর্ক নেই বললেই চলে। ব্যতিক্রম কাতার। তারা তেহরানের সাথে সবসময় কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। যে কারণে কাতারের সাথেও সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। তবে আশার কথা হলো, সম্প্রতি সেই সম্পর্ক আবার জোড়া লেগেছে।

এবার উপসাগরীয় দেশগুলোকে ইরানের সাথে সংলাপে বসতে অনুরোধ জানিয়েছে কাতার। সোমবার ব্লুমবার্গ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রাহমান আলে সানি। সম্প্রতি দোহার ওপর থেকে তিন বছরের অবরোধ তুলে নেয়ার পর আরব প্রতিবেশীদের এমন আলোচনার প্রস্তাব দিয়েছে ইরানের সাথে একটি বড় গ্যাসক্ষেত্রের অংশীদারিত্বকারী কাতার।

শেখ মোহাম্মদ বিন আবদুর রাহমান আলে সানি বলেন, আমরা আশাবাদী যে ইরানের সাথে উপসাগরীয় দেশগুলো আলোচনায় বসবে। এখনো এটা বিশ্বাস করি।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ