spot_img

থাইল্যান্ডে রাজ অবমাননা আইন ভঙ্গের দায়ে ৪৩ বছরের কারাদণ্ড

অবশ্যই পরুন

থাইল্যান্ডের কঠোর রাজ অবমাননা আইন ভঙ্গের দায়ে সাবেক এক সরকারি কর্মচারিকে রেকর্ড পরিমাণ কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১৯ জানুয়ারি) তাকে ৪৩ বছর ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ফেসবুক ও ইউটিউবে ভিডিও পোস্ট করায় ওই নারীর বিরুদ্ধে ২৯টি অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এই দণ্ড দেয়া হয়। রায় ঘোষণার পর এই দণ্ডের নিন্দা জানায় থাইল্যান্ডের বিভিন্ন মানবাধিকার গ্রুপ।

থাইল্যান্ডের রাজ অবমাননা আইনটি বিশ্বের সবচেয়ে কঠোর আইন হিসেবে পরিচিত। ঠিক কোন কোন বিষয় অবমাননাকর বিবেচিত হবে, বিতর্কিত ওই আইনে তা সুনির্দিষ্ট করা হয়নি। থাই রাজতন্ত্রে যেসব কিছুই রাজা, রানি, উত্তরাধিকারী কিংবা শাসকের বিরোধিতা হিসেবে চিহ্নিত হয়, তার কারণেই নাগরিকদের সাজা হওয়ার সুযোগ আছে। ওই আইনের আওতায় এক একটি অপরাধের জন্য সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে।

মঙ্গলবার দণ্ডিত হওয়া নারীকে আনচান নামে চিহ্নিত করেছে থাই লইয়ারস ফর হিউম্যান রাইটস গ্রুপ। গ্রুপটি জানায়, তার বয়স ৬০এর কোঠায়। থাই আদালত প্রাথমিকভাবে তাকে ৮৭ বছরের কারাদণ্ড দেয়। পরে অপরাধ স্বীকার করে নেয়ায় দণ্ড অর্ধেক কমিয়ে দেয়া হয়। তার মামলাটি প্রায় ছয় বছরের পুরনো। ২০১৪ সালে প্রায়ুথ চান ওচার নেতৃত্বে সামরিক অভ্যুত্থান ঘটলে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের নভেম্বর পর্যন্ত কারাগারে ছিলেন তিনি।

উল্লেখ্য, রাজ অবমাননা আইন কঠোর হওয়া সত্ত্বেও এর বিরুদ্ধে গত কয়েক বছর ধরেই বিক্ষোভ করছে থাইল্যান্ডের তরুণেরা। আন্দোলনকারীরা থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার পদত্যাগ দাবি করছেন। ২০১৪ সালে সেনা অভ্যুত্থানের পর ক্ষমতায় আসা সাবেক সেনাপ্রধান ওচা গত বছরের বিতর্কিত নির্বাচনে জয়লাভ করেন।

সর্বশেষ সংবাদ

বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত

বিতর্কিত 'সাইবার নিরাপত্তা আইন' বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান...

এই বিভাগের অন্যান্য সংবাদ