spot_img

দেশে আল কায়েদার শাখা নেই: মনিরুল

অবশ্যই পরুন

কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে আল কায়দার কোনো শাখা নেই। বারবার তাদের উপস্থিতি প্রমাণের চেষ্টা করলেও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তবুও সতর্ক থাকতে হবে।

দেশে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই বলেও মন্তব্য করেন তিনি।

আজ (মঙ্গলবার) দুপুরে আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনে আয়োজিত সহিংসতা ও চরমপন্থা প্রতিরোধে ইসলামিক বিজ্ঞদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, যাদের মধ্যে পূর্ণাঙ্গ ইসলামী জ্ঞান আছে তারা কখনোই জঙ্গিবাদে জড়ায় না। এখন কোনো জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও জনসচেতনতা বাড়ানোর ওপর তাগিদ দেন, যাতে জঙ্গিরা মাথাচাড়া দেওয়ার সুযোগ না পায়।

আলোচনা সভায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে যারা জঙ্গি কার্যক্রম চালিয়েছে তারা ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে সন্ত্রাসবাদ চালিয়েছে। তাই জুমার নামাজে জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস নিয়ে ঈমামদের প্রতি আলোচনা করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ