spot_img

অবৈধ সম্পদ : বাবরের মামলার যুক্তি উপস্থাপন বুধবার

অবশ্যই পরুন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে হওয়া অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় যুক্তি উপস্থাপনের জন্য বুধবার (২১ জানুয়ারি) দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১১ জানুয়ারি) মামলার যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। তবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অন্য মামলায় ব্যস্ত থাকায় সময়ের আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মোহাম্মদ শহিদুল ইসলাম সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৩ জানুয়ারি বাবরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপন করার অভিযোগে রমনা থানায় মামলা করে দুদক। পরে তদন্তকারী কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক রূপক কুমার সাহা তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

তার বিরুদ্ধে সাত কোটি পাঁচ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগ করা হয়। কিন্তু দুদকে ছয় কোটি ৭৭ লাখ ৩১ হাজার ৩১২ টাকার সম্পদের হিসাব দাখিল করেছিলেন।

তার অবৈধ সম্পদের মধ্যে প্রাইম ব্যাংক ও এইচএসবিসি ব্যাংকের এফডিআরে ছয় কোটি ৭৯ লাখ ৪৯ হাজার ২১৮ টাকা এবং বাড়ি নির্মাণ বাবদ ২৬ লাখ ৪২ হাজার ৬৭৮ টাকা গোপন করার অভিযোগ করা হয়।

সর্বশেষ সংবাদ

হাফপ্যান্ট পরে কনসার্ট করায় গায়িকাকে আক্রমণ

ভারতীয় গায়িকা সুনিধি চৌহান। বলিউডের বহু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ‘মস্ত’ ছবির ‘রুকি রুকি সি জিন্দেগি’ গানের পরই জনপ্রিয়তা...

এই বিভাগের অন্যান্য সংবাদ