spot_img

ক্যাপিটাল হিলে লকডাউন ঘোষণা

অবশ্যই পরুন

নিরাপত্তা জনিত হুমকির কারণে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটাল হিলে লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৮ জানুয়ারি) বিবৃতির মাধ্যমে এ লকডাউন ঘোষণা করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার মাত্র দুদিন আগে নিরাপত্তা জনিত হুমকির অজুহাতে সিদ্ধান্তটি নেওয়া হলো।

এর আগে ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকরা ক্যাপিটাল হিলে হামলা চালালে এতে পুলিশসহ ৫ জনের মৃত্যু হয়। ভয়াবহ এ ঘটনা ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন।

বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমনকি মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর হাজারো সদস্যকে।

ক্যাপিটালের কর্মীদের কাছে প্রচারিত একটি সতর্ক বার্তায় জানানো হয়েছে যে, ক্যাপিটাল হিল লকডাউন করা হয়েছে। এখানে কেউ ঢুকতেও পারবে না এবং এখান থেকে কেউ বেরও হতে পারবে না।

এ দিকে বুধবার (২০ জানুয়ারি) শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে যেন দেশজুড়ে কোনো সহিংসতা হতে না পারে সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথগ্রহণ করবেন।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ