ঘণ্টায় ৬২০ কি.মি. গতিসম্পন্ন ট্রেনের প্রটোটাইপ চালু করলো চীন।ওজনে হালকা ও ২১ মিটার লম্বা উচ্চগতির এই ট্রেনের প্রোটোটাইপটি গেলো সপ্তাহে সিচুয়ান প্রদেশে গণমাধ্যমের সামনে প্রদর্শন করা হয়। ট্রেনটি উচ্চ তাপমাত্রা সৃষ্টিকারী বিশেষ বৈদ্যুতিক শক্তিতে এমনভাবে চলে, দেখে মনে হয় একটি চুম্বক লাইনের উপর দিয়ে ভেসে চলছে। -সিএনএন, শিনহুয়া
ট্রেনটি দেখতে কেমন হবে ও চলার সময় এর যাত্রীরা কেমন অনুভব করবেন তা বোঝানোর জন্য এর গবেষকরা ১৬৫ মিটার লাইন তৈরি করেন এটি প্রদর্শন করে বলে জানায় চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া নিউজ। এই বিশেষ ট্রেনটি নিয়ে গবেষণা করছেন সাউথইস্ট জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর হি চুয়ান।
তিনি সংবাদ মাধ্যমকে জানান, আগামী ৩-১০ বছরের মধ্যে ট্রেনটি পুরোপুরিভাবে পরিচালনার জন্যে উপযোগি হয়ে উঠবে। তিনি আরও বলেন, শিচুয়ান প্রদেশটি খনিজ সম্পদে ভরপুর যা এই ট্রেনের জন্য স্থায়ী চুম্বক লাইন তৈরিতে সহায়ক হবে।