spot_img

বর্তমান ম্যানেজমেন্ট সরলেই জাতীয় দলে ফিরবেন আমির

অবশ্যই পরুন

প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসদের নিয়ে গড়া পাকিস্তানের কোচিং প্যানেলের কাছে ‘মানসিক অত্যাচারে’র শিকার হচ্ছিলেন মোহাম্মদ। আর তাই গত মাসে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। এরপর থেকে এ পেসারের সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে কাদা–ছোড়াছুড়িও চলছে সমান্তরালে। তবে এবার এ বাঁহাতি মুখ খুললেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট করেই তিনি জানিয়েছেন,অহেতুক গল্প বানিয়ে নিউজ প্রকার না করতে। যদি বর্তমান ম্যানেজমেন্ট না থাকে তবেই তিনি জাতীয় দলে ফিরবেন।

জাতীয় দলে ফেরার ব্যাপারে টুইটারে আমির একটি শর্ত জুড়ে দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘স্পষ্ট করে বলতে চাই, যদি বর্তমান ম্যানেজমেন্ট না থাকে তবেই আমি পাকিস্তান দলে ফিরব। তাই আমি অনুরোধ করব, অহেতুক গল্প বানিয়ে ভুয়া নিউজ প্রচার করা বন্ধ করুন।’

এর আগে অবসর নেওয়ার পর আমির বলেছিলেন, ‘এই ম্যানেজমেন্টের সাথে সমঝোতা করে খেলা আমার পক্ষে সম্ভব নয়। মানসিকভাবে অত্যাচারিত হওয়ার কারণে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছি। এতদিন সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’

তিনি আরও বলেছিলেন, ‘প্রত্যেকেই নিজের দেশের হয়ে খেলতে চায়। তাদের বক্তব্য একটাই, আমি অন্যান্য লিগের জন্য টেস্ট ক্রিকেট ছেড়েছি। নিষেধাজ্ঞার পর বিপিএলের মাধ্যমে প্রত্যাবর্তন করেছি। যদি লিগের জন্য টেস্ট ছাড়তাম তাহলে বলে দিতাম, আমি পাকিস্তানের হয়ে খেলতে চাই না।’

ক্যারিয়ারে অনেক চড়াই-উতরাই দেখেছেন আমির। তার মধ্যে অন্যতম ঘটনা ২০১০ সালের স্পট ফিক্সিং কেলেঙ্কারি। যে কারণে এ তারকা ৫ বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন। তবে ২০১৬ সালে নিজের মত করেই ফের ফিরেছিলেন চেনা পরিবেশে। সেই থেকেই  জাতীয় দলের হয়ে দারুণ পারফর্ম করছিলেন এ বাঁহাতি পেসার আমির। কিন্তু গেল নিউজিল্যান্ড সফেরের আগ থেকে মিসবাহ-উল-হক ও ওয়াকার ইউনিসের জাতীয় দলের কোচিং প্যানেলের কাছে ব্রাত্য হয়ে পড়েন তিনি। যা মেনে নিতে পারেননি আমির। তাইতো সবাইকে অবাক করে দিয়ে গত ডিসেম্বর অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন এ পেসার।

সর্বশেষ সংবাদ

হাফপ্যান্ট পরে কনসার্ট করায় গায়িকাকে আক্রমণ

ভারতীয় গায়িকা সুনিধি চৌহান। বলিউডের বহু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ‘মস্ত’ ছবির ‘রুকি রুকি সি জিন্দেগি’ গানের পরই জনপ্রিয়তা...

এই বিভাগের অন্যান্য সংবাদ