spot_img

পশ্চিমা কারো নির্দেশ মানব না: এরদোগান

অবশ্যই পরুন

রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ কেনা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, পশ্চিমা কোনো দেশের নির্দেশ মানব না।

তুর্কি প্রেসিডেন্ট গত শুক্রবার জুমার নামাজ শেষে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আমেরিকার কঠোর বিরোধিতা সত্ত্বেও তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কেনার বিষয়ে চুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার দ্বিতীয় চালান পাওয়ার জন্য রাশিয়ার সঙ্গে তার দেশ আলোচনা অব্যাহত রাখবে। এ বিষয়ে চলতি মাসের শেষ দিকে দু’পক্ষ আলোচনায় বসবে বলে জানিয়েছেন তিনি।

এরদোগান বলেন, আমাদের প্রতিরক্ষা খাতের জন্য কী ধরনের পদক্ষেপ নেব তা অন্য কোনো দেশ ঠিক করে দিতে পারে না। এটি সম্পূর্ণ আমাদের নিজস্ব ব্যাপার। আমরা রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থার প্রথম চালান পাওয়ার ব্যাপারটি ম্যানেজ করেছি, এখন আমরা দ্বিতীয় চালান পাওয়ার ব্যাপারে আগের আলোচনা অব্যাহত রাখব।

সূত্র : আনাদোলু এজেন্সি

সর্বশেষ সংবাদ

খোলা জায়গায় পোশাক বদলাতে হয়েছিল আলিয়াকে, জানালেন পরিচালক

জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ইমতিয়াজের পরিচালিত ‘হাইওয়ে’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। সেমময় শুটিংয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ