ঊরুর চোট নিয়ে বুধবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে স্প্যানিশ সুপারকোপা সেমিফাইনালে ছিলেন না লিওনেল মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়া দারুণ জয়ে ফাইনালে তারা। আজ রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় সেভিয়েতে কাতালানরা ১৪তম শিরোপার মিশনে নামবে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে। এই ম্যাচে মেসি নামবেন কি না, সেই সিদ্ধান্ত তার ওপর ছেড়ে দিয়েছেন কোচ রোনাল্ড কোমান।
এই ম্যাচের আগে শনিবার অনুশীলনে ফিরেছেন মেসি। ওই এক সেশন অনুশীলন করে তার মাঠে নামা উচিত কি না বুঝতে পারছেন না কোমান। তবে তার বিশ্বাস, ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড সবচেয়ে ভালো বুঝবেন কোনটা করা উচিত হবে। ডাচ কোচ কাতালান ক্লাবের হয়ে তার প্রথম ফাইনালের আগে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা দেখবো তার অবস্থা কী (শনিবারের সেশন শেষে)।’
কোমানের আশা মেসি এই ম্যাচ খেলবেন। তবে না খেললেও দলে আত্মবিশ্বাসের কমতি থাকবে না মনে করেন বার্সা কোচ, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেসি। সে তার শরীর সম্পর্কে সবচেয়ে ভালো জানে। আমরা আশাবাদী সে এই ম্যাচে খেলবে। বিশ্বের সেরা খেলোয়াড়কে আপনি দলে পেলে সবসময় আপনার দারুণ সুযোগ থাকবে। কিন্তু প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ শুরুর আগে শতভাগ (ফিট) থাকতে হবে। কারণ এটাই তো মৌসুমের শেষ ম্যাচ নয়। এর পরে তো আরও অনেক ম্যাচ খেলতে হবে আমাদের।’
কোনও ধরনের ঝুঁকি নেওয়া উচিত হবে না বললেন কোমান, ‘এটা ঝুঁকি হতে পারে। যদি সে প্রস্তুত না থাকে তাহলে অন্য কেউ খেলবে। তাকে ছাড়া আমরা আমাদের একই ধরনের খেলা খেলবো।’ সব প্রতিযোগিতা মিলে গত ৯টি ম্যাচ অজেয় বার্সা। গত মৌসুম শিরোপা শূন্য কাটানোর পর প্রথম ট্রফি জেতার দ্বারপ্রান্তে তারা। এ নিয়ে বার্সা কোচের মত, ‘গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটা একটা ফাইনাল এবং একটি ট্রফি। আমরা যে সঠিক পথে আছি তা দেখাতে কিছু জেতা গুরুত্বপূর্ণ।’