spot_img

কাতারে পুনরায় দূতাবাস চালু করতে যাচ্ছে সৌদি

অবশ্যই পরুন

কাতারে পুনরায় দূতাবাস চালু করতে যাচ্ছে সৌদি আরব। এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেন, কিছুদিনের মধ্যেই দোহাতে সৌদি দূতাবাস আবারও চালু হবে।

ইরানের সঙ্গে সম্পর্ক রাখা এবং সন্ত্রাসবাদকে সহযোগিতার অভিযোগে তিন বছর আগে কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে সৌদিসহ চার আরব দেশ। গত সপ্তাহে এক চুক্তির মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে ফের সম্পর্ক স্বাভাবিক হয়।

কাতারের সঙ্গে সব ধরনের যোগাযোগ চালুর পর এবার দূতাবাস খুলে দেওয়ার পরিকল্পনার কথা জানাল সৌদি আরব। শনিবার রিয়াদে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান জানান, কাতারের সঙ্গে পুরোপুরি কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবে সৌদি আরব।

এ সময় তার পাশে ছিলেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। সৌদি পররাষ্ট্র মন্ত্রী বলেন, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে কিছুদিনের মধ্যে দোহায় আমাদের দূতাবাস খুলছে।

২০১৭ সালের জুনে কাতারের ওপর কূটনৈতিক, বাণিজ্যিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব ও তার মিত্র আরব আমিরাত, বাহরাইন এবং মিসর। এ অবরোধ তুলে নেওয়ার জন্য কাতারকে ১৩টি শর্ত দিয়েছিল সৌদি জোট, যার মধ্যে একটি ছিল কাতারভিত্তিক আলজাজিরা মিডিয়া নেটওয়ার্ক বন্ধ করা।

তবে সৌদি জোটের অভিযোগ ও শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানায় কাতার। এই অবরোধকে সার্বভৌমত্বের ওপর আঘাত বলে জানায় দেশটি। ফলে দুই পক্ষের সম্পর্কে একটি অচলাবস্থা তৈরি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই সংকট মুছল মধ্যপ্রাচ্যে।

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহু-গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে ফিলিস্তিনিদের স্বাগত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা। এবার তা দ্রুত...

এই বিভাগের অন্যান্য সংবাদ