সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সাথে সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর টেলিফোনে কথা বলেছেন। এ নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি আরবের সাথে ফ্রান্সের সম্পর্ক উন্নয়ন ও দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার দ্বার উন্মোচিত করার লক্ষ্যে শনিবার (১৬ জানুয়ারি ২০২১) ক্রাউন প্রিন্স মুহাম্মদ সালমানের সাথে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর টেলিফোনে কথা বলেন।
এছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতিসহ পারস্পরিক স্বার্থের অনেক বিষয় নিয়েও তারা আলোচনা করেন।
ফ্রান্সের মদদপুষ্ট সাপ্তাহিক কার্টুন ম্যাগাজিন শার্লি হেবদোর মহানবী হজরত মুহাম্মদের সা:-এর অবমাননা করা হলে অন্যান্য মুসলিম দেশের মতো সৌদি আরবও ফ্রান্স সরকারের নিন্দা করেছিল। তা দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছিল।
তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্যান্য মুসলিম দেশ যেমন ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিয়েছিল, সৌদি আরব তা করেনি। মহানবী হজরত মুহাম্মদ সা:কে নিয়ে এমন অবমাননার পরও মুসলমানদের গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরবের এমন আচরণ মুসলিমবিশ্বের নেতারা ভালো চোখে দেখেননি।
সূত্র : উর্দুনিউজ