৮ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে শনিবার রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে ছোট বড় মিলে ৩টি ফেরি।
রোববার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু করা হয় বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাম হোসেন ।
তিনি বলেন, শনিবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত দেড়টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
তিনি বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট যানবাহন দাড়িয়ে রয়েছে। সিরিয়ালি সব যানবাহন পারাপার করা হবে।