নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি ৩রা নভেম্বর নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পের মুখ্য আইনজীবী হয়ে ওঠেন। নির্বাচনে কারচুপি আর জালিয়াতির যত ভুয়া মামলা, সবকিছুর মূল কারিগর হয়ে ওঠেন তিনি। ছুটে গেছেন পেনসিলভানিয়া থেকে মিশিগান, জর্জিয়া থেকে উইসকনসিনে। একের পর শুনানি আর ভুয়া মামলার আরজি করেছেন। নিজে ও তার ছেলে কোভিড-১৯ আক্রান্ত। আইনি পরিষেবার জন্য ট্রাম্পের সঙ্গে দিনে তার ২০ হাজার ডলারের লিখিত চুক্তি ছিল।
সর্বশেষ ৬ই জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকদের সভায় উসকানিমূলক বক্তৃতাও দিয়েছেন রুডি জুলিয়ানি। ওই দিন হামলায় পাঁচজন নিহত হওয়া, লুটপাট ও অপরাধ পরিকল্পনা নিয়ে এফবিআই তদন্ত করছে। ইন্ধনদাতা হিসেবে জুলিয়ানি, ডোনাল্ড ট্রাম্পের নামও আসতে পারে। এমন হলে তাদের বিচারের সম্মুখীন হতে হবে।
৬ই জানুয়ারির পর ট্রাম্পের সব আশা ধুলায় মিশে গেলে তিনি রুডি জুলিয়ানির সঙ্গেও সব যোগাযোগ বন্ধ করে দেন। হোয়াইট হাউসকে নির্দেশ দেওয়া হয়েছে, জুলিয়ানির কোনো বিল যাতে না দেওয়া হয়। হোয়াইট হাউসে তার কোনো ফোন না ধরার জন্যও নির্দেশ দেয়া হয়েছে।
দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যখনই জানতে পেরেছেন আইনি সেবা দেওয়ার জন্য প্রতিদিনের ফি ২০ হাজার ডলার হাঁকা হয়েছেন, তখনই তিনি ক্ষেপে গেছেন। অথচ এমন আইনি ফি দেওয়ার কথা নাকি লিখিত চুক্তিতে আছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।