spot_img

ম্যারাডোনার মৃত্যুরহস্য নিয়ে ওয়েবসিরিজ ‘হোয়াট কিলড ম্যারাডোনা?’

অবশ্যই পরুন

ফুটবলের ঈশ্বরখ্যাত তারকা ম্যারাডোনা সবাইকে ছেড়ে চলে গিয়েছেন প্রায় দুমাস আগে।  ঠিক কীভাবে তিনি মারা গিয়েছেন, তা নিয়ে রয়েছে নানা মত। তার মৃত্যুরহস্য নিয়ে তৈরি হয়েছে অনেক জল্পনা।
গণমাধ্যম সূত্রে জানা গেছে- ম্যারাডোনার মৃত্যুরহস্য নিয়ে নির্মাণ করা হয়েছে একটি ওয়েবসিরিজ। ‘হোয়াট কিলড ম্যারাডোনা?’ শিরোনামের এই সিরিজে ৬০ বছর বয়সী ওই কিংবদন্তির মৃত্যু রহস্য উঠে আসবে। এই ওয়েবসিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন ম্যারাডোনার এজেন্ট জন স্মিথ। ছোটবেলা থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন ঘটনার বর্ণনা দেবেন তিনি।
আমেরিকান গণমাধ্যম সূত্রে জানা যায়, যুক্তরাজ্যের আইটিএন প্রডাকশনের ব্যানারে তৈরি হবে ওয়েব সিরিজটি। চলতি বছর শেষের দিকে ডিসকভারি প্লাসে মুক্তি পাবে ‘হোয়াট কিলড ম্যারাডোনা?’ ওয়েব সিরিজটি।
২০০০ সালে একেবারে মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন ম্যারাডোনা। সেবার দীর্ঘদিন পর হাসপাতাল থেকে মুক্তি পান তিনি। ২০০৫ সালেও জটিল রোগে ভুগতে হয়। পরবর্তীতে ২ বছর পুনর্বাসনে কাটাতে হয়েছিল তাকে।

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহু-গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে ফিলিস্তিনিদের স্বাগত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা। এবার তা দ্রুত...

এই বিভাগের অন্যান্য সংবাদ