spot_img

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

অবশ্যই পরুন

চুয়াডাঙ্গা উথলী রেলস্টেশনের অদূরে খুলনা গামী সাগর দাঁড়ী ট্রেনের ধাক্কায় রোমেলা বেগম (৭০) নামে এক বৃদ্ধার নিহত হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার উথলী হাইস্কুলের সামনে অরক্ষিত রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা রোমেলা বেগম (৭০) চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বড় শলুয়া গ্রামের সব্দুল হোসেনের স্ত্রী।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে রোমেলা বেগম বোনের ছেলের মৃত্যুর সংবাদ শুনে জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে দেখতে আসে। শনিবার সকালে সেনেরহুদা গ্রামে থেকে বাড়ি ফেরার উদ্দেশ্য রওনা দেয়। এ সময় উথলী হাইস্কুলের সামনে পৌঁছালে অরক্ষিত রেলগেটে পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা সাগর দাঁড়ী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলে বৃদ্ধার নিহত হন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দর্শনা রেলওয়ে পুলিশ নিহতর লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ সংবাদ

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ জোসেফ

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে মতের অমিল হওয়ায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ