দুই টেস্টের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এখন পাকিস্তানে। এ সিরিজের জন্য দল ঘোষণা করল পাকিস্তান। ২০ সদস্যের দলে রয়েছে একাধিক চমক।
প্রধান নির্বাচক হিসেবে এ সিরিজের আগেই দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ ওয়াসিম। ঘরের মাঠে নিজের প্রথম সিরিজে চমক দেখালেন এ নির্বাচক। দুই টেস্ট সিরিজের জন্য ৯ নতুন মুখকে দলে রেখেছেন তিনি।
বাবর আজমকে অধিনায়ক করে শুক্রবার ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সবশেষ নিউজিল্যান্ড সফরে থাকা খেলোয়াড়দের মধ্যে বাদ পড়েছেন শান মাসুদ, মোহাম্মদ আব্বাস ও হারিস সোহেল। হালকা চোট থাকায় ছিটকে গেছেন পেসার নাসিম শাহ। দুই টেস্টের প্রথমটি হবে করাচিতে ২৬ থেকে ৩০ জানুয়ারি।
পাকিস্তান স্কোয়াড:
আবিদ আলী, আব্দুল্লাহ শফিক, ইমরান বাট, আজহার আলী, বাবর আজম, কামরান গুলাম, ফাওয়াদ আলম, সালমান আলী আগা, সৌদ শাকিল, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, নওমান আলী, সাজিদ খান, ইয়াসির শাহ, হারিস রউফ, হাসান আলী, শাহিন শাহ ও তাবিশ খান।