বিশ্বের সবেচেয়ে পুরোনো গুহাচিত্র পাওয়া গেছে ইন্দোনেশিয়ায়। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর এমনটিই বলছেন প্রত্নতত্ত্ববিদরা
সুলাবেসি দ্বীপের লিয়াং তেদোংনে এলাকায় আবিষ্কৃত গুহাচিত্রটির বয়স প্রায় সাড়ে ৪৫ হাজার বছর, এমনটাই বলছেন প্রত্নতত্ত্ববিদরা। ২০১৭ সালে এটি আবিস্কার হলেও, পরীক্ষা-নিরীক্ষার জন্য এতদিন তা গোপন রাখা হয়।
বিজ্ঞানীরা বলছেন, ইন্দোনেশিয়ার গুহাচিত্র যারা এঁকেছে, তারা যথেষ্ট আধুনিক মানুষ ছিল। ওই এলাকায় মনুষ্যবসতি নিয়ে আরো জানতে গবেষণা করছেন প্রত্নতত্ত্ববিদরা।
গুহাটি অবস্থান দ্বীপের একটি প্রত্যন্ত উপত্যকায়। একটি জরিপের কাজে গিয়ে শিক্ষার্থী বাসরান বুরহান চিত্রটি খুঁজে পান। এতে একটি বন্য শূকরের ছবি রয়েছে।
চিত্রটিকে ওই অঞ্চলে মানুষের বসতি স্থাপনের সবচেয়ে প্রাচীন প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।