spot_img

এলপি গ্যাসের দাম বাড়ছে

অবশ্যই পরুন

হাইকোর্টের নির্দেশে বাধ্য হয়ে এলপি গ্যাসের দাম নির্ধারণের প্রক্রিয়া শুরু করলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল হলে প্রথমবারের মতো শুরু হয় এলপিজির দাম নির্ধারণে গণশুনানি।

শুনানিতে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম ১ হাজার ২৫৯ টাকার প্রস্তাব করেছে বেসরকারি কোম্পানিগুলোর সংগঠন এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। তবে প্রমিতা এলপিজি লিমিটেড ১২ কেজি এলপি গ্যাসের ১ হাজার ২৪ টাকা প্রস্তাব করেছে।

বেসরকারি কোম্পানিগুলোর আবেদন পর্যালোচনা করে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৮৬৬ টাকা করা যেতে পারে বলে মত দিয়েছে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি।

অন্যদিকে, সরকারি প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড-এলপিজিএল সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৭০০ টাকা করার প্রস্তাব করেছে। যদিও এর বিদ্যমান মূল্য ৬০০ টাকা। তবে সরকারি কোম্পানিটির সাড়ে ১২ কেজির দাম ৯০২ টাকা রাখা যেতে পারে বলে মত দিয়েছে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি। এর মধ্যে ক্রস সাবসিডি ফান্ডে ৩৩৩ টাকা বিবেচনা করা হয়েছে।

কমিশন সূত্র জানায়, বৃহস্পতিবার শেষ না হলে ১৭ এবং ১৮ জানুয়ারিও গণশুনানি করবে কমিশন।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ