spot_img

জনগণ আস্থা রেখেছে বলেই দেশে উন্নয়ন অব্যাহত: প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগের প্রতি জনগণ আস্থা ও বিশ্বাস রেখেছে বলেই দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখা গেছে।’

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা প্রদানে ডিজিটাল কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

শেখ হাসিনা ভাতা সুবিধাভোগীদের কাছে সরাসরি পৌঁছে দেয়ার নির্দেশ দেন। তবে শুধুমাত্র ভাতার ওপর নির্ভর না করে আর্থ-সামাজিক উন্নয়নে অংশীদার হতে প্রত্যেককে সুবিধা অনুযায়ী কাজ করার আহ্বান জানান সরকার প্রধান।

সেসময় তিনি আরও বলেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের একটি মানুষও গৃহহারা থাকবে না।

সরকারের পাশাপাশি এ বিষয়ে অবস্থাসম্পন্নদের এগিয়ে আসার আহবান জানান প্রধানমন্ত্রী।

ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সরাসরি উপকারভোগীর কাছে ভাতা পৌঁছে দেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

সামাজিক নিরাপত্তার আওতায় এই ভাতা এখন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি উপকারভোগীর হাতে পৌঁছে দেওয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ