আবারও অভিশংসিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার, পার্লামেন্টের নিম্নকক্ষ- প্রতিনিধি পরিষদে দীর্ঘ বিতর্ক শেষে তার বিরুদ্ধে ভোট দেন ২৩২ জন আইনপ্রণেতা। এদের মধ্যে আছেন দলের বিপক্ষে গিয়ে ট্রাম্পের অপসারণ চাওয়া ১০ রিপাবলিকানও।

বিপরীতে, ট্রাম্পের পক্ষে ছিলেন ক্ষমতাসীন দলের ১৯৭ জন পার্লামেন্ট সদস্য। ক্যাপিটল হিলে রক্তক্ষয়ী সহিংসতা উস্কে দেয়ার ঘটনায় ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট হলেও অভিশংসনের ফলে জাতীয় পর্যায়ে বিভক্তি আরও বেড়ে যেতে পারে- এমন যুক্তিতে তার পক্ষে ছিলেন বেশিরভাগ রিপাবলিকান। চূড়ান্ত অভিশংসনও নির্ভর করছে বাইডেন ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা উচ্চকক্ষ সিনেটের ওপর।

অবশ্য নতুন সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র এক সপ্তাহ বাকি থাকায় এবং এর মধ্যে সিনেটের অধিবেশন বসবে না বলে মেয়াদ শেষের আগে ক্ষমতা ছাড়তে হচ্ছে না ট্রাম্পকে। ফলে প্রতীকি বিচার হিসেবেই দেখা হচ্ছে এ অভিশংসনকে। যদিও পরে সিনেটে বিচারের মুখোমুখি হতে পারেন তিনি।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দু’বার; তাও আবার দুই মেয়াদে অভিশংসিত একমাত্র রাষ্ট্রপ্রধান ট্রাম্প।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here