spot_img

বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবে রাশিয়া

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে দেশটি রাশিয়াকে আমন্ত্রণ জানিয়েছে। ওয়াশিংটন ডিসিতে রাশিয়ার দূতাবাস একথা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে বলে বিজনেস স্ট্যান্ডার্ড এর এক প্রতিবেদনে বলা হয়েছে।

দূতাবাস জানায়, ‘আমরা ওই আমন্ত্রণপত্র গ্রহণ করেছি। রাষ্ট্রদূত (যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যানাতনি অ্যান্তোনভ) বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।’

এর আগে ক্রেমলিনের একজন মুখপাত্র নভেম্বরে জানিয়েছিলেন, রাষ্ট্রদূত অ্যান্তোনভ বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

উল্লেখ্য, বাইডেনের বিজয় নিশ্চিত হবার পর বিশ্বের প্রায় সব রাষ্ট্রপ্রধানই তাকে অভিনন্দন জানালেও ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুভেচ্ছা জানাতে সময় নিয়েছিলেন। ইলেক্টোরাল কলেজ ভোটে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হওয়ার পরই তিনি বাইডেনকে অভিনন্দন জানিয়ে টেলিগ্রাম করেন।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ