‘অভিশংসন হচ্ছে দেশের রাজনীতিক ইতিহাসের ধারাবাহিক জাদুকরি শিকার’ মন্তব্য করে এটি ঘটলে দেশে বিপজ্জনক কিছু ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেডিসেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, ‘আমি মনে করি, এটি ঘটলে দেশে বিপজ্জনক কিছু ঘটবে এবং প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি করবে। যদিও আমরা সহিংসতা চাই না।
বিবিসি বলছে, হোয়াইট হাউস থেকে বেরিয়ে মার্কিন-মেক্সিকো সীমান্ত সফরে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এমন মন্তব্য করেন ট্রাম্প।
তার বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে যে অভিসংশনের চেষ্টা চলছে তার তীব্র প্রতিবাদ ও সমালোচনা করেন।
গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে যে সহিংসতা চালিয়েছে তার জন্য ট্রাম্পকে অভিশংসনের দাবি উঠেছে। এই বিষয়ে কাজ করছে ডেমোক্র্যাটরা। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ওপর এই নিয়ে প্রচণ্ড চাপও পড়ছে।
যদিও ২০ জানুয়ারি শেষ হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টের মেয়াদকাল।