spot_img

পশ্চিম তীরে আরো ৮০০ বাড়ি নির্মাণের ঘোষণা ইসরাইলের

অবশ্যই পরুন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপনকারীদের জন্য নতুন করে আট শ’ঘর তৈরির ঘোষণা দিয়েছেন। সোমবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে এ ঘোষণা দেন তিনি।

নতুন প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ নেয়ার আগ মুহূর্তে নেতানিয়াহু এই ঘোষণা দিলেন। পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে জো বাইডেন ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের অবৈধ বসতি নির্মাণের সমালোচক হিসেবে পরিচিত।

বিবৃতিতে বলা হয়, বেইত এল, তাল মেনাশি, রেহেলিম, শাভেই শমরন, বারকান, কারনেই শমরন ও গিভাট জিভে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন এই ঘর তৈরি করা হবে। তবে কবে থেকে নতুন এই বসতিগুলোর নির্মাণকাজ শুরু হবে, বিবৃতিতে তা জানানো হয়নি।

ইসরাইলের বসতি নির্মাণের এই কার্যক্রমকে নিন্দা জানিয়ে আসছে ফিলিস্তিনিরা। ১৯৬৭ সালের ছয়দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর পুরো ফিলিস্তিন ভূখণ্ড দখল করে নেয়ার পর ইসরাইল অব্যাহতভাবে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণ করে চলছে।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের বসতি নির্মাণের এই কার্যক্রমকে বেশিরভাগ দেশই অবৈধ হিসেবে বিবেচনা করে।

বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমে ইসরাইলের নির্মিত এক শ’র বেশি বসতিতে প্রায় সাত লাখ ইসরাইলি ইহুদি বাস করছেন।

সূত্র : রয়টার্স

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ