spot_img

শুরু হচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০

অবশ্যই পরুন

দেশে দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০’। এবারের প্রতিযোগিতার স্লোগান ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’। ১৩ জানুয়ারি বুধবার এই প্রতিযোগিতার নিবন্ধন শুরু হবে। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। http://www.missuniverse.com.bd ঠিকানায় আগ্রহীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। এবারের আবেদন রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে ১০০০ টাকা।

এছাড়া নিবন্ধন প্রক্রিয়া এবং প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে মিস ইউনিভার্স বাংলাদেশ এর ফেসবুক https://www.facebook.com/MUBangladesh পেজে। অডিশনের মাধ্যমে বাছাই এবং বিভিন্ন ধাপের প্রক্রিয়ার পর গ্রুমিং শেষে মার্চ মাসে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স বাংলাদেশের গ্র্যান্ড ফাইনাল। বাংলাদেশ পর্বের বিজয়ী আগামী মে মাসে অংশ নিবেন যুক্তরাষ্ট্রে মিস ইউনিভার্সের মূল আয়োজনে।

সোমবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের পদ্মা হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিযোগিতার আয়োজকরা।

এতে উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ এর প্রেসিডেন্ট রফিকুল ইসলাম ডিউক, ন্যাশনাল ডিরেক্টর শফিকুল ইসলাম, আরটিভি’র প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, নর্থবুক কনসালটেন্সি এবং অ্যাড কমের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী, মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ এর বিজয়ী শিরিন আক্তার শিলা প্রমুখ।

২০১৯ সালে দেশে প্রথমবার ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়। কয়েক হাজার প্রতিযোগিকে পেছনে ফেলে চূড়ান্ত পর্বে বিজয়ী হন শিরিন আক্তার শিলা। ওই বছরের ২৩ অক্টোবর রাতে বসুন্ধরা কনভেনশনের নবরাত্রি হলের গ্র্যান্ড ফাইনালে বিজয়ীর নাম ঘোষণা করেন ও তার মাথায় মুকুট পরিয়ে দেন সাবেক মিস ওয়ার্ল্ড ও ভারতীয় তারকা সুস্মিতা সেন।

পরবর্তীতে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ শিরিন আক্তার শিলা দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে ২০২০ সালের মূল আয়োজনের সময় পরিবর্তন করে ২০২১ সালে নেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ