spot_img

যে শহরে কোনো গাড়ি চলবে না

অবশ্যই পরুন

বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশ সৌদি আরব। কিন্তু দেশটি রোববার পরিবেশবান্ধব নতুন নগরী গড়ার ঘোষণা দিয়েছে। এ নগরী থাকবে গাড়িশূন্য, যেখানে কোনো কার্বন নিঃস্বরণ ঘটবে না।

দেশটির বৃহৎ এনইওএম প্রকল্পের আওতায় নতুন এ নগরীর জন্য ব্যয় ধরা হয়েছে ৫০ হাজার কোটি মার্কিন ডলার। এটি দৃষ্টিনন্দন লোহিত সাগর উপকূলে তৈরি করা হবে। এর কাজ শুরু হবে চলতি বছরের প্রথমার্ধে।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‘দ্য লাইন’ শিরোনামে এই নগরীর পরিকল্পনার উদ্বোধন করেন যা রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়।

নগরীর আয়তন হবে ১৭০ কিলোমিটার। এতে বাস করা লোকের সংখ্যা হবে ১০ লাখ। নগরীতে গাড়ির ব্যবহার থাকবে না। তবে গণপরিবহন থাকবে। কিন্তু গণপরিবহনে ভ্রমণ ২০ মিনিটের বেশি হবে না।

নতুন এ প্রকল্পে তিন লাখ ৮০ হাজার লোকের কর্মসংস্থান হবে। এছাড়া ২০৩০ সাল নাগাদ দেশটির জিডিপিতে চার হাজার আটশ কোটি মার্কিন ডলার যুক্ত হবে।

এনইওএম এর বিবৃতি থেকে এসব কথা জানা গেছে।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ