spot_img

পিএসএলে দল পাননি বাংলাদেশের কেউ

অবশ্যই পরুন

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট হয়ে গেল রবিবার। বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ২০জন ক্রিকেটার এবারের ড্রাফটে নাম লিখিয়েছিলেন। তবে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমানসহ কারো প্রতিই আগ্রহ দেখায়নি পিএসএলের কোনো দল।

আসলে বাংলাদেশি তারকাদের প্রতি এই অনাগ্রহের যৌক্তিক কারণও আছে। দল পেলেও যে বাংলাদেশিদের সার্ভিস পাওয়া নিশ্চিত নয়।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হলে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর করার কথা। সেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আছে বাংলাদেশের। পিএসএলের সূচিটা আবার এর সঙ্গে সাংঘর্ষিক।

২০ ফেব্রুয়ারি শুরু হবে এই আসর। উদ্বোধনী ম্যাচে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন করাচি কিংস। এই ম্যাচের ভেন্যু করাচির ন্যাশনাল স্টেডিয়াম। ২২ মার্চ গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।

মাহমুদউল্লাহ ও মোস্তাফিজ ছাড়াও এবারের ড্রাফটে বাংলাদেশিদের মধ্যে ছিলেন- আবুল হাসান, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেন, অলক কাপালি, জুবায়ের হোসেন লিখন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু সায়েম চৌধুরী, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, মেহেদি হাসান রানা, মনির হোসেন, নাসুম আহমেদ ও রাফসান আল মাহমুদ।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ