spot_img

সাইফকে হারিয়ে শিরোপা জিতল বসুন্ধরা কিংস

অবশ্যই পরুন

প্রথম শিরোপার স্বপ্নে বিভোর ছিল সাইফ স্পোর্টিং ক্লাব। কিন্তু দলটির স্বপ্ন ভেঙে ফেডারেশন কাপ ফুটবলের মুকুট ধরে রাখল বসুন্ধরা কিংস। টানা দ্বিতীয়বারের মতো আসরে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখাল ঢাকার ফুটবলের নতুন জায়ান্টরা।

রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-০ গোলে জিতে নেয় বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধে দলটির পক্ষে একমাত্র গোলটি করেন রাউল অস্কার বেসেরা। আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান এই ফরোয়ার্ডের গোলটিই শেষ পর্যন্ত গড়ে দেয় পার্থক্য।

সাইফ স্পোর্টিংয়ের খেলোয়াড়দের ডুবতে হয় হতাশায়। আর বসুন্ধরার খেলোয়াড়রা মাতে উৎসবে।

করোনার প্রাদুর্ভাবে মাঝে দীর্ঘ সময় বন্ধ ছিল ঘরোয়া ফুটবল। ২০১৯-২০ মৌসুম বাতিলই হয়ে যায়। ফেডারেশন কাপ দিয়ে শুরু হয়েছে নতুন মৌসুম ২০২০-২১। আর নতুন মৌসুমের প্রথম টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা।

এদিন গোলশূন্য প্রথমার্ধে দুই দলই ছিল সমানে সমান। শুরুতেই বসুন্ধরার তপু বর্মন জাল খুঁজে নেন। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়। এরপর দুই দল খেলতে থাকে সমানে সমানে।

ম্যাচের ৫২ মিনিটে গোলের অপেক্ষা ফুরোয় বসুন্ধরা কিংসের। প্রতি-আক্রমণে রবসন দি সিলভা রবিনিয়োর পাস ধরে গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারের প্রতিরোধ ভেঙে বাঁ পায়ের নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন বেসেরা।

 
 

সর্বশেষ সংবাদ

পেপটিক আলসারকে হেলাফেলা নয়

অন্ননালি, পাকস্থলীসহ পরিপাকতন্ত্রের সব অংশ বিভিন্ন স্তরে বিন্যস্ত। সবচেয়ে ভেতরের দিকের অংশকে ‘মিউকোসা’ স্তর বলে। পাকস্থলী ও ডিওডেনামের সবচেয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ