spot_img

তুষারঝড়ে খেলা নিয়ে জিদানের ক্ষোভ

অবশ্যই পরুন

ওসাসুনার মাঠে শনিবার বাংলাদেশ সময় রাতে প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে বৃষ্টির মতো তুষারপাত হয়। এমন বিরূপ আবহাওয়ার মাঝে নিজেদের ঠিকভাবে মেলে ধরতে পারেনি রিয়াল মাদ্রিদ। তারপরও কোনো মতে সেখান থেকে এক পয়েন্ট নিয়ে ফিরেছে অতিথিরা। তবে এমন বিরুপ পরিবেশে খেলা নিয়ে ক্ষোভ ঝাড়লেন রিয়াল কোচ জিনেদিন জিদান। ফরাসী কোচের মতে, কোনো মতেই পরিবেশটি খেলার উপযোগী ছিল না।

লা লিগার ম্যাচে শনিবার ওসাসুনার সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। পুরো ম্যাচের ৭১ শতাংশ বল দখলে রেখেও গোলের দেখা পায়নি রিয়াল। ম্যাচের প্রথমার্ধে ঠান্ডায় জমে যাওয়া রিয়াল শিবির ওসাসুনার জালে একটি শটও নিতে পারেনি। দ্বিতীয়ার্ধে দুবার নিলেও দুটিই হয়ে যায় অফসাইড।

ম্যাচটি নিয়ে খেপেছেন রিয়াল কোচ জিদান। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, আমাদের না খেলাই উচিত ছিল। এটা স্থগিত করা দরকার ছিল। ফুটবল ম্যাচের জন্য কন্ডিশন ঠিক ছিল না। তারা ম্যাচ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমরা খেলেছি এবং কি ঘটেছে দেখেছি। আমি কোনো ফুটবল ম্যাচ দেখিনি।’

জিদান আরও বলেন, ‘এটা কোনো ফুটবল ম্যাচ ছিল না। ম্যাচটি স্থগিত করা দরকার ছিল। আবহাওয়া ও এখানে আসার ঝক্কিটা প্রচণ্ড প্রভাব ফেলেছে আমাদের ওপর। মাঠে আমরা যতটুকু পেরেছি করেছি, কিন্তু এখন মনে হচ্ছে এটা সত্যিকারের কোনো ম্যাচ ছিল না। আমরা খুব কম সুযোগ তৈরি করতে পেরেছি। মাঠের অবস্থা খারাপ হলেও আমাদের মতো মানের দলের আরও বেশি সুযোগ তৈরি করা দরকার ছিল। ’

শনিবারের ড্রয়ের পরও ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ।  এদিকে ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনার অবস্থান। এদিকে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ১৫ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে ওসাসুনা।

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহু-গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে ফিলিস্তিনিদের স্বাগত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা। এবার তা দ্রুত...

এই বিভাগের অন্যান্য সংবাদ