এক বছরের নিষেধাজ্ঞায় কাটিয়ে বোলিং অ্যাকশনের বৈধতা পেলেন লঙ্কান স্পিনার ধানাঞ্জয়া। তাই আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে বোলিং করতে আর বাধা রইলো না এই স্পিনারের।
অবৈধ অ্যাকশনের জন্য ১ বছরের নিষেধাজ্ঞায় ছিলেন তিনি। শুক্রবার এক বিবৃতিতে আইসিসি তার বোলিং অ্যাকশনের বৈধতার ঘোষণা দেন। এর আগে, ২০১৯ সালের আগস্টে নিষিদ্ধ হয়েছিলেন আকিলা।
২০২০ সালে করোনা মহামারির জন্য গেল আগস্টে অ্যাকশন শোধরানোর পরীক্ষা দিতে পারেননি এই স্পিনার। কোন উপায় না দেখে নতুন অ্যাকশনের ভিডিও আইসিসির কাছে পাঠান তিনি।
পরে ক্রিকেটের সর্বচ্চো সংস্থা রিভিউ করে ছাড়পত্র দেয় এই স্পিনারকে। এর ফলে অবৈধ বোলিং অ্যাকশন থেকে দ্বিতীয় বারের মতো মুক্তি পেলেন এই শ্রীলঙ্কান ক্রিকেটার।