spot_img

নিজস্ব ব্যবস্থাপনায় বাংলাদেশী শ্রমিক ও শিক্ষার্থীদের ফিরিয়ে নেয়ার আশ্বাস মালয়েশিয়ার

অবশ্যই পরুন

করোনাভাইরাসসহ নানা কারণে দেশে এসে আটকেপড়া বাংলাদেশী কর্মীদের পুরনো ও নতুন কর্মস্থলে ফিরিয়ে নিতে মালয়েশিয়াকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন দেশটির নবনিযুক্ত হাইকমিশনার।

বাংলাদেশে নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা বিনতি মো: হাসিম বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলমের সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব বিষয়ে কথা বলেন।

প্রতিমন্ত্রী ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার হিসেবে হাজনার নিয়োগের জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

শাহরিয়ার আলম বলেন, মালয়েশিয়া বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং অংশীদার, স্বাধীনতার পর থেকে দুদেশের দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।

‘বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক এবং পেশাদার মালয়েশিয়ায় বসবাস করছেন এবং উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছেন,’ বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে একটি উন্নত অর্থনীতির দেশ এবং কোভিড-১৯ মহামারি মোকাবিলায় মালয়েশিয়া উল্লেখযোগ্য সফলতা দেখিয়েছে।

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিজ্ঞান-প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বাণিজ্য, পর্যটন, জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব প্রসার ও বৈচিত্র্যময় করার বিশাল সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের সাম্প্রতিক প্রবণতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী নতুন উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের আরও বেশি প্রবেশাধিকারের জন্য শুল্ক ছাড়কে আরও কমানোর অনুরোধ করেন তিনি।

অভিবাসী শ্রমিকদের নিয়মিতকরণ এবং স্বেচ্ছাসম্মত প্রত্যাবাসনের কর্মসূচির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী কোভিড-১৯ মহামারিতে বাংলাদেশি প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য মালয়েশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হাইকমিশনার নিজস্ব ব্যবস্থাপনায় শ্রমিক ও শিক্ষার্থীদের ফিরিয়ে নেয়ার আশ্বাস দেন এবং এই বিষয়গুলো শিগগরই সমাধান হবে বলে আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী শক্তিশালী রাজনৈতিক সমর্থন এবং রোহিঙ্গাদের পক্ষে মানবিক সহায়তার জন্য মালয়েশিয়ার প্রতি ধন্যবাদ জানান এবং প্রত্যাবাসন ইস্যুতে আসিয়ান ও মালয়েশিয়া উভয়ের কাছ থেকে সক্রিয় ভূমিকা চান।

তিনি রোহিঙ্গাদের সেবায় কক্সবাজারে হাসপাতাল প্রতিষ্ঠা ও ধারাবাহিকতার প্রশংসা করেন।

সূত্র : ইউএনবি

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ