লাগাতার প্রতিবাদের ৪৩ দিন ছিল বৃহস্পতিবার। নতুন বির্তকৃত কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছেন কৃষকরা। লাগাতার প্রতিবাদের ৪৩ দিন। আর সেদিনই রাজধানীর রাজপথে ট্রাক্টর মিছিল করছেন ভারতের কৃষকরা।
শুক্রবার (৮ জানুয়ারি) ফের আরও একদফায় কৃষকদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের। সেই আলোচনার একদিন আগেই পূর্ব ও পশ্চিম দিল্লির রাজপথ কেঁপে উঠল ট্রাক্টর মিছিলে। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার কৃষক রাজধানীতে এই মিছিলে অংশ নিচ্ছেন।
ট্রাক্টর মিছিল নিয়ে দিল্লি পুলিশের জয়েন্ট কমিশনার (পশ্চিম) শালিনী সিংহ বলেছেন, ‘দিল্লির ভেতরে মিছিল প্রবেশের কোনও কথা নেই। সেই মতোই পুলিশি ব্যবস্থা রয়েছে। কিন্তু রাজধানীর লাগোয়া অংশে রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে।’ এখনও পর্যন্ত কৃষকরা অনড় রয়েছেন তাদের অবস্থানে।
দাবি করে চলেছেন, তিনটি কৃষি আইন বাতিল ছাড়া তারা আর কোনও প্রস্তাবেই সাড়া দেবেন না। কেন্দ্রীয় সরকার তার মধ্যেই নানারকমভাবে কৃষকদের আন্দোলনে রাস্তা থেকে সরে আসার জন্য আবেদনের রাস্তায় হাঁটছে। খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভির।