spot_img

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে : ডিসি অ্যাটর্নি

অবশ্যই পরুন

সহিংস অবরোধে উস্কানি দেয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করার কথা জানিয়েছেন ওয়াশিংটন ডিসির সরকারি কৌঁসুলিরা। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করার জন্য তিনি তার সমর্থকদের কংগ্রেস অভিমুখে ‘মার্চ’ করার আহবান জানিয়েছিলেন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ভারপ্রাপ্ত অ্যাটর্নি মাইকেল শেরউইন বলেন, ট্রাম্পপন্থী দাঙ্গাকারীদের অভিযুক্ত করার সকল আয়োজন সম্পন্ন। রাষ্ট্রীয় সম্পদ রক্ষার ব্যাপারে ট্রাম্পের নিজের নির্বাহী আদেশের ভিত্তিতেই দশ বছরের সাজার মুখোমুখি হতে পারে তার দাঙ্গাকারী সমর্থকরা।

ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে শেরউইন বলেন,‘শুধু ভবনে ঢুকে পড়া লোকদেরই নয়, যারা যারা এখানে ভূমিকা রেখেছে আমরা সবাইকেই খুঁজছি।’

প্রেসিডেন্ট ট্রাম্প কি অভিযুক্তদের অন্তর্ভূক্ত হবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এ ঘটনার সাথে জড়িত আমরা সবাইকে খুঁজছি। অপরাধের প্রমাণ পাওয়া গেলে ভূমিকা পালনকারী যেই হোক না কেন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।

নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ করে ট্রাম্প সম্প্রতি তার সমর্থকদের ‘জাহান্নামের মত লড়াই’ করে কংগ্রেসে জো বাইডেনে জয়কে আনুষ্ঠানিকভাবে প্রত্যয়নের বিরুদ্ধে প্রতিবাদ করার আহবান জানিয়েছিলেন। কিন্তু তার ক্ষমতায় থাকার এ প্রচেষ্টাও ব্যর্থ হয়।

২০ জানুয়ারি বাইডেন আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করা পর্যন্ত ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে থাকবেন। মার্কিন কংগ্রেসে নজিরবিহীন হামলার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। ক্ষমতায় থাকা অবস্থায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা সম্ভব নয়। তবে কর্তৃপক্ষ এর মধ্যে মামলা ও তদন্ত কার্যক্রম পরিচালনা করতে পারবে।

সূত্র : ডেইলি মেইল

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহু-গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে ফিলিস্তিনিদের স্বাগত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা। এবার তা দ্রুত...

এই বিভাগের অন্যান্য সংবাদ