spot_img

চসিক প্রশাসক সুজন সস্ত্রীক করোনাক্রান্ত

অবশ্যই পরুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন সস্ত্রীক করোনাক্রান্ত হয়েছেন। তবে, তারা দু’জনই ভালো আছেন এবং হোম আইসোলেশনে থেকে চিকিৎসা শুরু করেছেন।

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বাসস’কে বলেন, ‘কয়েকদিন হালকা সর্দি ও জ¦রে ভুগছিলেন প্রশাসক মহোদয়। স্ত্রীসহ গতকাল করোনার নমুনা জমা দেন। বিকেল ৫ টায় রেড ক্রিসেন্ট সোসাইটির একটি অনুষ্ঠানে অতিথি ছিলেন তিনি। কিছুটা অসুস্থ বোধ করায় সেখানে বক্তব্য না রেখেই বাসায় চলে যান। সন্ধ্যায় প্রশাসক ও তাঁর স্ত্রীর রিপোর্ট পজিটিভ বলে জানানো হয়।’ কালাম চৌধুরী আরো বলেন, ‘করোনার সংক্রমণ নিশ্চিত হওয়ার পর শারীরিক কোনো জটিলতা না থাকায় চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে রয়েছেন তারা।’

মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা আবুল হাশেম বাসস’কে বলেন, ‘প্রশাসক মহোদয় করোনাক্রান্ত হলেও তেমন কোনো শারীরিক জটিলতা নেই। আজ জেএম সেন ভবন না ভাঙার জন্য প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদনসহ চসিকের দু’টি গুরুত্বপূর্ণ ফাইলে সই করেছেন। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা ফোনে তাঁর মতামত নেবেন। অতি প্রয়োজনীয় ফাইলগুলো বাসায় পাঠিয়ে সই করিয়ে আনা হবে। তবে এক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে, নগরবাসীর উদ্দেশে খোরশেদ আলম সুজন এক বার্তায় বলেছেন, ‘আপনারা উদ্বিগ্ন হবেন না, উৎকণ্ঠিত হবেন না। মহান আল্লাহর দরবারে আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, যাতে খুব দ্রুত সুস্থ হয়ে পুনরায় নগরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। আপনাদের সবার সহযোগিতায় আমরা যেন এ শহরকে একটি নান্দনিক শহরে রূপান্তর করতে পারি।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ শেষ হওয়ার পর ৬ আগস্ট প্রশাসকের দায়িত্ব নেন সুজন। বৈশ্বিক মহামারী করোনার কারণে ঘোসিত তফশিলে নির্বাচন না হওয়ায় খোরশেদ আলম সুজনকে ৬ মাসের জন্য চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। সে হিসেবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। এদিকে, আগামী ২৭ জানুয়ারি চসিকের নির্বাচন হওয়ার কথা রয়েছে।

সূত্র : বাসস

 

সর্বশেষ সংবাদ

একজন জীবনসঙ্গী যদি থাকে অসুবিধা তো নেই: বাঁধন

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’, ‘খুফিয়া’ সিনেমার জন্য দুই বাংলাতেই বেশ জনপ্রিয় তিনি।...

এই বিভাগের অন্যান্য সংবাদ