spot_img

ফতুল্লায় সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

অবশ্যই পরুন

ফতুল্লায় অগ্নিনির্বাপক বিক্রয় কেন্দ্রে সিলিন্ডার বিস্ফোরণে রফিকুল ইসলাম নামে শ্রমিক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর ২টায় চাঁদমারী এলাকায় ড্রিম হাউজ নামে সাত তলা ভবনের নিচ তলায় অবস্থিত সেফটি ফার্স্ট ফায়ার প্রটেকশন নামে অগ্নিনির্বাপক বিক্রয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল নোয়াখালী জেলার লক্ষীপুর এলাকার মমিন উল্লাহর ছেলে।

এদিকে, নির্বাপক কেন্দ্রের মালিক রিয়াজ ঘটনার পর থেকে তার ব্যবহৃত মোবাইল বন্দ করে আত্মগোপন করেছেন বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানান।

ঘটনাস্থলে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ধারণা করা হচ্ছে রফিকুল অগ্নিনির্বাপক যন্ত্রে কার্বন-ডাই অক্সাইড গ্যাস ভরার সময় বিস্ফোরনটি ঘটেছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসেছে তারা তদন্ত করছে, আর আমরাও তদন্ত করে দেখবো অগ্নিনির্বাপক বিক্রয় কেন্দ্রের বৈধতা আছে কি না।

 

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ