মার্কিন কংগ্রেস প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেনের ইলেক্টরাল কলেজ জয় নিশ্চিত করেছে। এর ফলে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষিত হলেন। আগামী ২০ জানুয়ারি তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন।
ইলেক্টরাল কলেজে বাইডেন ৩০৬টি ও ডোনাল্ড ট্রাম্প ২৩২ ভোট পেয়েছেন।
সিনেট ও হাউজ এর আগে জর্জিয়া ও পেনসিলভানিয়ার আপত্তি প্রত্যাখ্যান করে। রিপাবলিকানরা অ্যারিজোনা, নেভেদা ও মিশিগানের ইলেক্টরাল ভোট নিয়েও আপত্তি উত্থাপন করেছিল। কিন্তু সেগুলো বিতর্ক অবধি পৌঁছাতে পারেনি।