spot_img

বাসের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ

অবশ্যই পরুন

রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধ মারা গেছেন। মৃত ব্যক্তির নাম তসলিম উদ্দিন (৯০)। নিহত তসলিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মাস্টারপাড়া এলাকার মৃত এজার উদ্দিন উদ্দিন মন্ডলের ছেলে।

আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার দারিয়াপুর হাতাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন অর-রশিদের নেতৃত্বে গোদাগাড়ী মডেল থানার একটি দল ঘটনাস্থলে যায়।

মামুন অর-রশিদ জানান, তিন ছেলে ও তিন মেয়ের জনক বৃদ্ধ তসলিম উদ্দিন। গোদাগাড়ীর বালিয়াঘাটা এলাকায় জমি বর্গা নিয়ে চাষ করতেন তিনি। সেই জমি দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই মামুন জানান, ওই বৃদ্ধ চাঁপাইনবাবঞ্জের দিক থেকে বাইসাইকেল নিয়ে মহাসড়ক ধরে চালিয়ে আসছিলেন। বালিয়াঘাটায় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এসআই মামুন আরও বলেন, খবর পেয়ে স্বজনরা এসে মরদেহ নিয়ে গেছেন। তাদের এ নিয়ে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ