spot_img

সমর্থকদের শান্ত থাকতে বললেন ট্রাম্প

অবশ্যই পরুন

নভেম্বরের নির্বাচনে কি হয়েছে সবাই এটি জানেন বলে দাবি করেছেন মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ওই নির্বাচনে আমাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) ট্রাম্প টুইটারে একটি রেকর্ড করা ভিডিওতে নভেম্বরের হোয়াইট হাউস নির্বাচনের জালিয়াতির কথা উল্লেখ করে এই প্রতিক্রিয়া জানিয়েছেন।

ক্যাপিটল হিলে (পার্লামেন্ট) জমায়েত হওয়া হাজারো সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের ব্যথা জানি। আমি জানি যে আপনারা আহত হয়েছেন। তবে আপনাদের এখন বাড়ি যেতে হবে। আমাদের শান্ত থাকতে হবে। ’

নির্বাচনী জালিয়াতি বিতর্কিত দাবি এবং “সহিংসতার ঝুঁকি” উল্লেখ করে তিনি টুইটারে একটি সতর্কবার্তা টুইট করেছেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে কংগ্রেসের যৌথ অধিবেশনে নির্বাচনে জো বাইডেনের জয় স্বীকৃতির প্রক্রিয়ার সময় তাণ্ডব চালিয়েছেন ট্রাম্প সমর্থকরা। এসময় গোলাগুলির ঘটনাও ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত হয়েছেন। এছাড়া ওয়াশিংটনে জারি করা হয়েছে ১২ ঘণ্টার কারফিউ।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ