spot_img

ফাইজারের ভ্যাকসিন গ্রহণের পর দুই নার্সের মৃত্যু

অবশ্যই পরুন

বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিনের প্রয়োগ। এদিকে নরওয়েতে ভ্যাকসিন গ্রহণের পর দুই নার্সের মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ও উইওনিউজ এ খবর দিয়েছে। এ ঘটনায় নরওয়ের স্বাস্থ্য বিভাগের দুইটি সংস্থা অনুসন্ধান চালাচ্ছে।

নরওয়েজিয়ান মেডিসিনস অ্যাজেন্সির ডিরেক্টর স্টেইনার ম্যাডসেন এক বিবৃতিতে বলেন, ‘টিকা নেওয়ার কারণে এ মৃত্যু ঘটেছে নাকি এটি কাকতালীয় কোনো ঘটনা, বিষয়টি আমাদের খতিয়ে দেখতে হবে।’

অনুসন্ধানে সংস্থাটির সঙ্গে যুক্ত আছে নরওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক হেলথও।

স্টেইনার ম্যাডসেনের ভাষ্য, বয়স্ক অনেক মানুষ ইতিমধ্যেই টিকার প্রথম ডোজ নিয়েছেন। যেহেতু, তাদের ক্ষেত্রে তেমন কোনও ঘটনার কথা জানা যায়নি, তাই সম্ভবত এই দু’জনের মৃত্যু কাকতালীয়ই।

পর্তুগালের এক স্বাস্থ্যকর্মীও ফাইজারের টিকা নেওয়ার পর মারা যান।  নতুন বছরের প্রথমদিন ঘরে আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়েন ৪১ বছর বয়সী সোনিয়া অ্যাকেভেডো। টিকা নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে এ ঘটনা ঘটে।

দুই সন্তানের মা সোনিয়া পোর্তো শহরের পর্তুগিজ ইনস্টিটিউট অব অনকোলজিতে শিশুরোগ বিভাগে কর্মরত ছিলেন। সম্মুখসারির যোদ্ধা হিসেবে শুরুতেই করোনার টিকা নেওয়ার সুযোগ পান তিনি।

এদিকে নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ রবিবার জানান, সংক্রমণ ঠেকাতে দেশে নতুন করে কড়া নিষেধাজ্ঞা জারি করা হবে। বিশেষ করে রেস্টুরেন্ট ও বারে মদ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।

বাড়িতে অতিথি ডেকে পার্টিও করা যাবে না বলে তিনি জানান। বাইরে থেকে নরওয়েতে ঢুকতে গেলে যাত্রীদের দেখাতে হচ্ছে করোনা নেগেটিভ সার্টিফিকেট।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ