যুক্তরাষ্টের ইতিহাসে জর্জিয়ায় প্রথম কৃষাঙ্গ সিনেটর হলেন রাফায়েল ওয়ার্নক। ডেমোক্র্যাট জন ওসোফ ও রিপাবলিকান ডেভিড পারডুর মধ্যকার লড়াই এখনো শেষ হয়নি। এডিসন রিচার্সের খবরে, ৯৮ শতাংশ ভোট গণনায় লফলার থেকে প্রায় ৫০ হাজার ভোটে এগিয়ে আছে ওয়ার্নক। অন্যদিকে পারডু থেকে ওসোফ এগিয়ে আছে ১২ হাজার ভোটে।
জাতীয় নির্বাচনের ৯ সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিত এ সিনেট নির্বাচন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং বিশ্বের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। কারণ এ নির্বাচন উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ।
বলা হয়েছিল, নির্বাচনে ডেমোক্র্যাট দল জর্জিয়ার দুটি সিনেট আসন দখল করতে পারলে সিনেটে রিপাবলিকান দলের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা সম্ভব হবে না। সিনেটের ১০০ আসনের মধ্যে বিপাবলিকানদের ৫০টি আসন ছিল।