পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়ে প্রথমবার আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলো নিউজিল্যান্ড। এজন্য তারা পেছনে ফেলেছে অস্ট্রেলিয়াকে।
বর্তমানে নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১১৮। এরআগে ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে দলটি যৌথভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল কিউইরা। তবে বুধবার পাকিস্তানকে হারায় ২ রেটিং পয়েন্ট বাড়িয়ে কেন উইলিয়ামসনের দল প্রথমবারের মতো এ তালিকার শীর্ষে উঠে গেল।
পাকিস্তানকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ও ১৭৬ রানে হারিয়ে নিউজিল্যান্ড। এরফলে দুই ম্যাচে সিরিজ স্বাগতিকরা পকেটে পুরেছে ২-০ ব্যবধানে। এটা কিউয়িদের চলতি বছরে টানা প়ঞ্চম টেস্ট জয়। বছরের শুরুতে ভারতকেও ২-০ হারিয়েছিল নিউজিল্যান্ড। গত মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজকেও দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল তারা। তখনই তাদের সামনে এক নম্বরে ওঠার সুযোগ চলে এসেছিল। তবে সামান্য কিছু ব্যবধানের জন্য টপকানো হয়নি।
কেইন উইলিয়ামসন যখন নিউজিল্যান্ডের অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করেন তখন টেস্ট র্যাঙ্কিংয়ের সাত নম্বরে ছিল নিউজিল্যান্ড। পাঁচ বছরের যাত্রায় দলকে সাত নম্বর থেকে টেনে শীর্ষে নিয়ে এসেছেন উইলিয়ামসন।
টেস্ট র্যাঙ্কিংয়ে বর্তমানে দশ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। লাল-সবুজদের ওপরে আছে ২০১৮ সালে প্রথম টেস্ট ম্যাচ খেলা আফগানিস্তান। বাংলাদেশের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে তারা (৫৭)।