spot_img

পাকিস্তানকে ইনিংস বব্যধানে হারালো নিউজিল্যান্ড

অবশ্যই পরুন

পাকিস্তান দুই ইনিংস মিলিয়েও নিউ জিল্যান্ডের এক ইনিংসে রান করতে পারেনি।

বুধবার ক্রাইস্টচার্চে সিরিজের শেষ টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ১৭৬ রানের বড় বব্যধানে হারিয়ে ধবলধোলাই করলো নিউ জিল্যান্ড। এর আগে মাঙ্গানুইতে প্রথম টেস্টে সফরকারীরা হারে ১০১ রানে।

প্রথম ইনিংসে পাকিস্তানের দেওয়া ২৯৭ রানের লিডে খেলতে নেমে কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরির সঙ্গে হ্যানরি নিকোলস-ড্যারেল মিচেলের সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় গড়ে নিউ জিল্যান্ড।

ছয় উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৬৫৯ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। পাকিস্তানের লিড ছাপিয়ে উল্টো ৩৬২ রানের লিড দেয় কিউইরা।

৩৬২ রানের লিড সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে পাকিস্তান দিন শেষ করে। শুরুতেই সাজঘরে ফেরেন শান মাসুদ। ৭ রানে আবিদ আলী ও ১ রানে মোহাম্মদ আব্বাস অপরাজিত ছিলেন। আজ চতুর্থ দিনেও একই ধারা বজায় ছিল। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে মিসবাউল হকের শিষ্যরা।

৩৫৪ রান পিছিয়ে থেকে সিন শুরু করা পাকিস্তানের ইনিংস থামে ১৮৬ রানে। হার মানতে হয়ে ১৭৬ রানে। কোনো ব্যাটসম্যানই ৪০ রানের বেশি করতে পারেননি। সর্বোচ্চ ৩৭ রান করে আসে আজহার আলী ও জাফর গওহারের ব্যাট থেকে।  

এ ছাড়া আবিদ আলী ২৬ ও ফাহিম আশরাফ করেন ২৮ রান। আর কোনো ব্যাটসম্যান বিশের ঘর পেরোতে পারেননি। কোনো উইকেটের জুটি থেকে ৩৩ রানের বেশি আসেনি।

নিউ জিল্যান্ডের হয়ে একাই ছয় উইকেট নিয়েছেন কাইল জেমিসন। এ ছাড়া তিন উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ডাবল সেঞ্চুরি হাঁকানো কেন উইলিয়ামসনের হাতে ওঠে সিরিজ সেরার পুরষ্কার। এ ছাড়া ১১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন কাইল জেমিসন। 

সর্বশেষ সংবাদ

আগামীতে চিকিৎসা ক্ষেত্রে যেন কোনো রাজনীতি না হয়: ক্রীড়া উপদেষ্টা

রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার (২৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ