spot_img

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর ক্ষিপ্ত শোয়েব আখতার

অবশ্যই পরুন

পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান পারফরম্যান্সে মুখটা আর বন্ধ রাখতে পারলেন না শোয়েব আখতার। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’খ্যাত পাকিস্তানের সাবেক এই পেসার অবশ্য খেলোয়াড়দের দোষ দিচ্ছেন না, ধুয়ে দিয়েছেন স্বদেশি ক্রিকেট বোর্ডকে।

শোয়েবের মতে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখন কেবল সাধারণ মানের ক্রিকেটার বের করে চলেছে। আর এই গড়পড়তা ক্রিকেটাররা খেলছেনও স্কুল লেভেলের ক্রিকেট।

সাবেক এই গতিতারকা টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের রাজনীতি এই বীজ বপন করেছে। একদম সাধারণ মানের খেলোয়াড়দের আনা এবং খেলানোর কাজ তারা করেই যাচ্ছে। ফলে দলটাও সাধারণ এক দল হয়ে গেছে। গড়পড়তা কাজ চালিয়ে যাচ্ছে তারা, ফলও আসছে সাধারণ মানের।’

শোয়েব যোগ করেন, ‘যখনই পাকিস্তান টেস্ট ক্রিকেট খেলবে, তাদের ধুঁকতে দেখা যাবে। তারা স্কুল লেভেলের ক্রিকেট খেলছে আর টিম ম্যানেজম্যান্টও স্কুল লেভেলের ক্রিকেটারই বানাচ্ছে। এখন আবার তারা ম্যানেজম্যান্ট পরিবর্তনের কথা ভাবছে, কিন্তু তারা বদলাবে কবে?’

সর্বশেষ সংবাদ

বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত

বিতর্কিত 'সাইবার নিরাপত্তা আইন' বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান...

এই বিভাগের অন্যান্য সংবাদ