spot_img

সৌরভ এখন সুস্থ, ছাড়া পাচ্ছেন বুধবার

অবশ্যই পরুন

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও বর্তমান ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি একদম ফিট আছেন। তার হার্টের কন্ডিশন খুব ভালো আছে। বুধবারই হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন, বিশিষ্ট কার্ডিয়াক সার্জন দেবী শেঠি। 

হাসপাতাল থেকে ছাড়ার পাওয়ার ২ থেকে ৩ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে সৌরভের। এরপরই তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। পুরোদমে কাজ শুরু করতে পারবেন। এমনকি চাইলে ক্রিকেটও খেলতে পারবেন। মঙ্গলবার উডল্যান্ডস হাসপাতালে সৌরভ গাঙ্গুলিকে দেখে এমনই সার্টিফিকেট দিয়েছেন দেবী শেঠি। 

সৌরভের সঙ্গে সোমবারই ভিডিও কনফারেন্সে কথা হয়েছিল দেবী শেঠির। এরপরই আজ সৌরভকে দেখতে কলকাতায় আসেন তিনি। সাবেক ভারত অধিনায়ককে দেখে বিশিষ্ট কার্ডিয়াক সার্জেন জানান, ‘সৌরভ একেবারে ফিট। স্বাভাবিক জীবনযাপন তো বটেই। কিছুদিন পর ম্যারাথনও দৌড়তে পারবেন সৌরভ। চাইলে ক্রিকেটও খেলতে পারবেন। বিমানও চালাতে পারবেন। কোনও সমস্যা হবে না।

তিনি আরও বলেন, ‘হার্ট অ্যাটাক হলেও সৌরভের হৃদ্‌যন্ত্রে কোনও সমস্যা নেই। শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোনও সমস্যা হবে না। একেবারে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন মহারাজ।’ পাশাপাশিই তিনি বলেন, ‘সৌরভ ধূমপান করেন না। অন্য কোনও বদভ্যাসও নেই। নিয়মিত শরীরচর্চা করেন। তার পরেও এই ধরনের হার্ট অ্যাটাক চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। সৌরভ সবই করেছেন। কিন্তু দীর্ঘদিন কোনও শারীরিক পরীক্ষা করাননি। যে পরীক্ষা এই দেশের যে কোনও রাস্তার ল্যাবরেটরিতেও করানো যায়। ফলে আগে থেকে তার অসুখের কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। সৌরভ ওই পরীক্ষা করালে অন্তত ১৫ বছর আগে এই ঘটনা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা যেত।’

কলকাতার উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসকরা অত্যন্ত তৎপরতা ও দক্ষতার সঙ্গে সৌরভের চিকিৎসা করেছেন। সাবেক ভারত অধিনায়ক এখানে যে চিকিৎসা সেবা পেয়েছেন উন্নত বিশ্বের যে কোনও দেশে ঠিক এই চিকিৎসাই করা হত বলে মনে করেন দেবী শেঠি, ‘সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা হয়েছে। উন্নত বিশ্বের যে কোনও দেশে ঠিক এই চিকিৎসাই করা হত। এর বাইরে কিছু হত না। এখন বাইপাস সার্জারির পরেও সংশ্লিষ্ট রুগী বাণিজ্যিক বিমান চালানোর লাইসেন্স পেতে পারেন।।অর্থাৎ, নিজের তো বটেই, ৩০০-৪০০ যাত্রীর দায়িত্বও তিনি নিতে পারেন। সৌরভও কয়েকদিন পর ম্যারাথন দৌড়োতে পারবেন। চাইলে বিমানও চালাতে পারবেন। জটিল কিছু হয়নি। আপাতত অন্য সকলের মতোই ঘরে বসে কাজও করতে পারবেন সৌরভ।’

এরআগে গত শনিবার সকালে নিজ বাড়িতে শরীরচর্চার সময় সৌরভ বুকে ব্যথা অনুভব করেন। একপর্যায়ে তিনি অজ্ঞানও হয়ে যান। এরপর তাঁকে নেওয়া হয় কলকাতার বেসরকারি উডল্যান্ডস হাসপাতালে। সেখানে তাকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তাঁকে পরীক্ষার পর চিকিৎসকেরা জানতে পারেন, তাঁর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লকেজ রয়েছে। এরপর ঐদিনেই সৌরভের ডান দিকে ধমনিতে এনজিওপ্লাস্টি করে একটি স্টেন্ট বসানো হয়েছিল। 

সর্বশেষ সংবাদ

ইসি গঠনে সার্চ কমিটিকে ছয়জনের নাম দিলো গণঅধিকার পরিষদ

নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি খুঁজতে সার্চ কমিটির কাছে নিজেদের মনোনীত নাম জমা দিয়েছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (৭ নভেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ