spot_img

অবৈধ স্থাপনা উচ্ছেদে পিছু হটবে না ডিএনসিসি: মেয়র আতিক

অবশ্যই পরুন

রাজধানীর ইব্রাহিমপুর খালের সীমানায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরশন (ডিএনসিসি)।

সোমবার (৪ জানুয়ারি) বেলা ১২টা থেকে ডিএনসিসির এই অভিযান শুরু হয়।

উচ্ছেদ অভিযান শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘পানি প্রবাহের জন্য খাল উদ্ধারের বিকল্প নেই। তাই এবার খালের সীমানার মধ্যে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে পিছু হটবে না ডিএনসিসি। জায়গা উদ্ধারের দুই ঘন্টা পর আবার দখলের সুযোগ দেয়া হবে না। জনগণের সহযোগিতা নিয়ে খাল উদ্ধার করা হবে।’

তিনি বলেন, ‘ডিএনসিসির অধীনে থাকা খালের পাড়গুলো দখলমুক্ত করে গাছ লাগানো হবে। এছাড়া পথচারীদের হাটা-চলার পথ, সাইকেল লেনসহ সৌন্দর্য বাড়ানো হবে।’

মেয়র আরও বলেন, ‘খালের সীমানা নির্ধারণে সিএস ম্যাপ অনুসরণ করা হবে, সিটি জরিপকে গুরুত্ব দেয়া হচ্ছে না। সে অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এখানে এই কাজ বাস্তবায়নে যত বাধাই আসুক, ডিএনসিসি পিছু হটবে না। দখলদারদের পেছনে যত ক্ষমতাবানরা থাকুক না কেন, কোনো রকম ছাড় দেয়া বা দয়া করা হবে না।’

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ