ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের প্রথম বার্ষিকীতে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ অ্যারিয়াজা এই ইরানি জেনারেলের প্রতি সম্মান প্রদর্শন করেছেন।
তিনি রোববার নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, “ভেনিজুয়েলা ইরানের জনগণ ও দেশটির নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর প্রতি সালাম জানানোর পাশাপাশি সেদেশের কুদস ফোর্সের সাবেক কমান্ডার শহীদ সোলাইমানির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করছে।”
জর্জ অ্যারিয়াজা আরো বলেন, “জেনারেল শহীদ সোলাইমানি এক বছর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে চালানো সন্ত্রাসী হামলায় শহীদ হন।”
এদিকে বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসও শহীদ সোলাইমানির হত্যাকাণ্ডের বার্ষিকী উপলক্ষে এক বার্তায় বলেছেন, “এই কমান্ডারের প্রতি শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে বলিভিয়া ইরানের জনগণের পাশে রয়েছে।”
গত বছরের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী বাহিনীর ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি শাহাদাৎবরণ করেন।
ওই হামলায় জেনারেল সোলাইমানির সঙ্গে ইরাকের জনপ্রিয় সরকারপন্থি স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ দু’দেশের মোট ১০ জওয়ান ও কমান্ডার শহীদ হন। শাহাদাতপ্রাপ্ত এসব যোদ্ধা ইরাক ও সিরিয়া থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) উৎখাতে প্রধান ভূমিকা পালন করেছিলেন। ওই দুই দেশে সন্ত্রাস বিরোধী যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আন্তর্জাতিক গণমাধ্যমে একজন সফল জেনারেল হিসেবে পরিচিতি পেয়েছিলেন লে. জেনারেল কাসেম সোলাইমানি যা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক আমেরিকা মেনে নিতে পারেনি।