পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, নতুন বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চাই। আমরা আশা করব মিয়ানমার নতুন বছরে রোহিঙ্গাদের ফেরত নেবে।
রোববার (৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ড. মোমেন বলেন, মিয়ানমার অতীতে কথা রেখেছে, অনেক রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে গেছে। ১৯৭৮ ও ১৯৯২ সালে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া হয়েছে। এবারও রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত নেবে বলে আমরা প্রত্যাশা করছি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে ভাসানচর নিয়ে মিথ্যা প্রচারণা চলছে। অনেকে বলছেন, ভাসানচর ভেসে যাবে। তবে এটা মিথ্যা তথ্য। অতীতে এই দ্বীপ কখনোই ভেসে যায়নি। আগামীতে ভেসে যাবে না বলে আমরা মনে করি।