spot_img

চা বিক্রেতা ছিলেন না মোদি: আরটিআইয়ের অনুসন্ধান

অবশ্যই পরুন

ছেলেবেলায় চায়ের দোকানে কাজ করেছেন-এ গল্প বিভিন্ন সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায় ঘুরেফিরে এসেছে। আজকের প্রধানমন্ত্রী হবার পেছনে তাঁর শৈশবের সংগ্রামের কাহিনী হিসেবে এটি এতদিন লোকমুখে বেশ সমাদৃত ছিল। 

তবে আরটিআইয়ের অনুসন্ধানে জানা গেছে, প্রধানমন্ত্রী মোদির শৈশবে রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম  বা ট্রেনের ভেতরে চা বিক্রির দাবির আদতে কোন ভিত্তি নেই! 

কংগ্রেসের সমর্থক এবং সমাজকর্মী তেহসীন পুনাওয়ালা রেলওয়ে বোর্ডের কাছে তথ্য অধিকার আইনের (আরটিআই) অধীনে মোদির ট্রেনে চা বিক্রির বিষয়ে জিজ্ঞাসা উত্থাপন করেন। 

মোদিকে সত্যিই ট্রেনে করে চা বিক্রয়ের কোন অনুমতি দেয়া হয়েছিল কিনা বা দোকান থেকে থাকলে স্টেশনে তাঁর জন্য কোন নথি, প্রাতিষ্ঠানিক রেকর্ড, লাইসেন্স কিংবা নিবন্ধন নম্বর আছে কিনা তা খতিয়ে দেখতে চেয়েছিলেন তিনি। সেখানেই উঠে আসে প্রধানমন্ত্রীর চা বিক্রয়ের কাহিনীর সত্যতা। 

রেলওয়ে মন্ত্রণালয়ের কাছ থেকে উদ্ধৃত আরটিআইয়ের প্রতিক্রিয়া প্রকাশ করে তেহসীন বলেন, “রেলওয়ে বোর্ডের অধীনে তাঁর চা বিক্রয়ের কোন রকম তথ্য নেই।” 

সূত্রঃ হিন্দুস্তান টাইমস

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ