spot_img

করোনার উৎপত্তি নিয়ে চীনা মন্ত্রীর অদ্ভুত দাবি

অবশ্যই পরুন

করোনার উৎপত্তিস্থল হিসেবে চীনের উহানের নাম সবারই জানা। করোনাভাইরাসের উৎপত্তির তথ্যও প্রথম চীনই জানিয়েছিল।

অথচ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং- ই দাবি করেছেন, শুধু চীনে নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় করোনাভাইরাসের উদ্ভব হয়েছিল। এই দাবির পক্ষে প্রমাণ জোরদার হচ্ছে বলেও জানিয়ছেন তিনি।

সিনহুয়াকে এক সাক্ষাৎকারে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, একাধিক গবেষণায় দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গায় করোনাভাইরাসের উৎপত্তি হয়েছিল। তবে করোনা মহামারির রিপোর্ট চীনই প্রথম করেছিল বলে স্বীকার করেন চীনের এই স্টেট কাউন্সিলর।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর মন্তব্যেরে সঙ্গে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এবং স্বাস্থ্য কর্মকর্তাদের মন্তব্যের মিল পাওয়া গেছে। এর মাধ্যমে চীন সরকার ভাইরাসটির উৎপত্তির বিষয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে চাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর উহানে অচেনা নিউমোনিয়া টাইপ রোগের সনাক্ত করে চীন। এরপর উহানের সি-ফুড মার্কেট বন্ধ ঘোষণা করা হয়। ধারণা করা হয় সেখান থেকেই করোনাভাইরাস উৎপত্তি লাভ করেছিল।

এরপর তিন সপ্তাহ পর্যন্ত চীন বলতে থাকে মানুষ থেকে মানুষে করোনাভাইরাস সংক্রমণের কোনো প্রমাণ পাননি তারা। চীনের এই ঘোষণা পশ্চিমা দেশ কর্তৃক ব্যাপক সমলোচিত হয়।

সর্বশেষ সংবাদ

বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত

বিতর্কিত 'সাইবার নিরাপত্তা আইন' বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান...

এই বিভাগের অন্যান্য সংবাদ