ইয়েমেনের কৌশলগত হুদাইদা বন্দরনগরীর একটি বিয়ে বাড়িতে সৌদি সমর্থিত সন্ত্রাসীদের হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদীর অনুগত এসব সন্ত্রাসী।
প্রাদেশিক ভারপ্রাপ্ত গভর্নর মুহাম্মাদ আয়াশ কাহিম ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা-কে জানিয়েছেন, গতকাল (শুক্রবার_ বিকেলের দিকে আল-হাওক এলাকার ওই বিয়েবাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। গভর্নর কাহিম জানান, হামলায় পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। অনুষ্ঠান শেষে লোকজন যখন চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তখন সন্ত্রাসীরা হামলা চালায়।
কাহিম হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেন, এই ধরনের নির্মম ঘটনা ঘটিয়েছে সৌদি ভাড়াটে সন্ত্রাসীরা ও সৌদি নেতৃত্বাধীন সামরিক শক্তি। তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো নিতান্তই যুদ্ধাপরাধ যা সমস্ত আন্তর্জাতিক এবং মানবিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।
২০১৮ সালে আনসারুল্লাহ আন্দোলন ও মানসুর হাদি অনুগত লোকজনের মধ্যে সুইডেনের রাজধানী স্টকহোমে যে চুক্তি হয়েছিল কৌশলগত হুদায়দা বন্দরনগরী তার আওতায় পড়ে। ওই চুক্তি অনুসারে হুদাইদা বন্দরনগরী যুদ্ধমুক্ত অঞ্চল হিসেবে পরিগণিত।
এদিকে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সৌদি নেতৃত্বাধীন জোট এবং তাদের অনুগত ভাড়াটে সন্ত্রাসীদের নানামুখী অপতৎপরতার মুখে জাতিসংঘের নীরবতার সমালোচনা করেন গভর্নর কাহিম। তিনি বলেন, বিশ্ব সংস্থা অনায্য নীরবতার কারণে বন্দরনগরী হুদাইদাতে বোমা হামলা হলো। সূত্র : পার্সটুডে