spot_img

‘সব ধরনের মাদককে না বলুন’

অবশ্যই পরুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়।

শনিবার (২ জানুয়ারি) সকালে শহরের বিজয় স্মরণী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে সীমিত আকারে দিবসটি পালিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (রাঙামাটি) উপ-পরিচালক মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সুযোগ্য জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।

জেলা প্রশাসক বলেন, সকল প্রকার মাদককে আমরা না বলবো। তাই আসুন মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলি। রাঙামাটিতে মাদক সম্পূর্ণ ভাবে জিরো টলারেন্সে আনতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নিয়ন্ত্রণে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

ইতোমধ্যে তাদের পরিশ্রমে শহরের মধ্যে মাদক অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের কার্যক্রম পরিচালনায় যথেষ্ট অর্জন রয়েছে। তারা দু’বার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫শ’, ৫শ’ দু’দফায় একহাজার ইয়াবা উদ্ধারসহ আসামী গ্রেফতার করে মামলা রুজু করেন। তাই আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্য দিয়ে আগামী দিনে তাদের কার্যক্রম বেগবান হউক এই প্রত্যাশা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)তাপস রঞ্জন ঘোষ, গোয়েন্দা অফিসার নাজমূল হক, জেলার মো. বাহরুল ইসলাম, দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির অর্থ-সম্পাদক ও দৈনিক পূর্বদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম.কামাল উদ্দিনসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পদস্থ কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

সর্বশেষ সংবাদ

বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত

বিতর্কিত 'সাইবার নিরাপত্তা আইন' বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান...

এই বিভাগের অন্যান্য সংবাদ